Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাশবনের চর
বিস্তারিত

কাশবনের চর:

 

প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পেলেও কাশবনের চর অত্র এলাকার পরিবর্তিত প্রাকৃতিক পটভুমি। অত্র এলাকার ভৌগলিক গঠন যাহা geologically এবং geomorphologically একটি flood plain এলাকা। তিনটি নদীর অববাহিকা হওয়ায় অত্র এলাকাটি একটি বিশাল catchment এলাকা। কিন্তু ক্রমবর্ধমান ঢাকা শহরের পরিধী বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব কেরাণীগঞ্জ উপজেলায় পড়েছে। এখন ঢাকা শহরের নগরায়নের sprawl এবং এর trend পুরো কেরাণীগঞ্জ উপজেলার সীমানাকে স্পর্শ করবে। সম্প্রতি DAB এর আওতাভূক্ত হয়েছে অত্র উপজেলাটি।

 

তথাকথিত কাশবনের চর হলো কেরাণীগঞ্জ উপজেলার low lying এলাকায় ড্রেজারের মাধ্যমে ভরাট করা হলে উক্ত বালিতে কাশবনের সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে পদ্মা নদীর বালি দ্বারা ভরাট হওয়ায় কাশবনের বীজ পদ্মা নদীর চর হতে স্থানান্তরিত হয়ে এসেছে।

 

উক্ত কাশবন কেরাণীগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করলেও অত্র এলাকার জীব-বৈচিত্র এবং Ecology এর ভারসাম্য রক্ষায় কাঙ্খিত নয়। শুধু মাত্র সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে অত্র এলাকার Ecology রক্ষা করা সম্ভব। যাহা স্থানীয় প্রশাসনের একক উদ্যোগে সম্ভব নয়।