Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ধলেশ্বরী নদী ও তার সৌন্দর্য
বিস্তারিত

ধলেশ্বরী নদী ও তার সৌন্দর্য:

কেরানীগঞ্জ উপজেলার ভিতর দিয়ে ০৩(তিন)টি নদী বহমান রয়েছে। নদীগুলো যথাক্রমে বৃড়িগঙ্গা, ধলেশ্বরী এবং সিংহ নদী। তন্মধ্যে বৃড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদী এখনও তার প্রবাহ অব্যাহত রাখলেও সিংহ নদী আজ প্রায় মৃত। অপরদিকে বৃড়িগঙ্গা নদীর পানি বিভিন্ন কারখানা এবং ট্যানারীর বর্জ্য দ্বারা প্রতিনিয়ত দূষিত হলেও ধলেশ্বরী নদীতে দূষনের মাত্রা তুলনামূলকভাবে সহনীয় রয়েছে।

 

প্রদর্শিত ছবিতে ধলেশ্বরী নদীর নাব্যতা, এবং অত্র এলাকার জীব বৈচিত্র রক্ষায় এ নদীর অবদান এবং ভূগর্ভস্থ পানির স্তর সমুন্নত রাখার ক্ষেত্রে আজও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। উক্ত নদীতে নৌ যান চলাচলের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে এবং মৎস্য জীবিদের কর্মসংস্থানের সৃযোগ রক্ষা করছে।

নদীটিকে দখলমূক্ত রাখার ক্ষ্রেত্র উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।