ব্যস্ততম কেরাণীগঞ্জের কদমতলী মোড় এলাকা:
কেরাণীগঞ্জ উপজেলাটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ন এলাকা। ইন্ডাষ্ট্রিয়াল এবং ব্যবসা-বানিজ্যের অন্যতম গুরুত্বপূর্ন এলাকা হওয়ায় সারাদেশের মানুষ অত্র উপজেলার উপর অনেকাংশে নির্ভরশীল। বিশেষত তৈরী পোশাক শিল্পের বাজারজাত করনের ক্ষেত্রে কেরাণীগঞ্জের কালিগঞ্জ এলাকাটি অন্যতম। এর পরিধী শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পৃথিবীর ১২২টি দেশের সাথে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। ব্যবসা-বানিজ্যের প্রয়োজন ছাড়াও কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র থাকায় সারাদেশ থেকে লক্ষ-লক্ষ শ্রমিক অত্র এলাকায় আসেন।
ছবিতে প্রদর্শিত স্থানটি বুড়িগঙ্গা ২য় সেতুর কেরাণীগঞ্জ অংশে কদমতলী মোড় এলাকা। অত্যন্ত ঘন-ট্রাফিক বর্তমানে কদমতলী মোড়ের নৈমিত্তিক ব্যাপার। সম্প্রতি উক্ত মোড়ে মহান মুক্তি যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগনের স্মরনে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যাহা উক্ত মোড়ের শোভা বৃদ্ধি করেছে। ভাস্কর্র্যটির নামকরন করা হয়েছে শহীদ নূর ইসলাম কমান্ডার চত্বর, যিনি মুক্তিযুদ্ধকালীন অত্র এলাকার কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডারের প্রতি শ্রদ্ধার স্মারক হিসেবে এই ভাস্কর্যটির নামকরন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS