ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা:
বুড়িগঙ্গা নদীর সাথে কেরাণীগঞ্জ এবং ঢাকা শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, সভ্যতা, শিক্ষা ইত্যাদী একসূত্রে গাথা। যদিও বুড়িগঙ্গা নদীর নাব্যতা সন্কট, অবৈধ দখল, দূষিত ইত্যাদী নানামূখী সমস্যায় বিরাজমান। তদুপরি এর চিরায়ত ঐতিহ্য আজও রয়েছে। হয়তবা গৃহবধূ পাল তোলা নৌকায় এখন আর বাবার বাড়ী যায়না। কিন্তু নৌ-পথের যোগাযোগ আজও এর চাহিদা এবং প্রয়োজনীয়তা বহাল রেখেছে। ঢাকার এবং এর আশপাশ এলাকার পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য সর্বোপরি এ এলাকার মানুষের অস্তিত্ত রক্ষার স্বার্থে বুড়িগঙ্গা নদী রক্ষা করা অতীব জরুরী। অনেক সামাজিক সংগঠন এব্যাপারে কাজ করে যাচ্ছে।
প্রদর্শিত ছবিতে বুড়িগঙ্গা নদীতে নৌকার বহরের নান্দনিকতা প্রকাশ পেয়েছে।
সকল ব্যানারের ছবি ধারন করেছেন: সিনিয়র ফটো সাংবাদিক জনাব মো: জমির হোসেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS