সড়ক পথে-
ঢাকা থেকে গুলিস্থান-বাবুবাজার ব্রীজ-কদমতলী মোড় হয়ে জিনজিরা সৈয়দপুর আরএন্ডএইচ এর সড়ক দিয়ে প্রায় ১৫ কিঃমিঃ কোনাখোলা নামক জায়গায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অবস্থিত । অপরদিকে মোহাম্মদপুর বেড়ীবাধ হতে বসিলা ব্রীজ হয়ে আটি বাজার হযে কোনাখোলায় অবস্থিত কেরাণীগঞ্জ উপজেলা পরিষদে আসা যায়। এ পথের দুরুত্ব ১৫ কি:মি।
নদী পথে-
বুড়িগঙ্গা ও দোলেশ্বরীনদী পথে কেরানীগঞ্জ উপজেলায় মালামাল পরিবহন করা যায়
বিঃদ্রঃ- কেরানীগঞ্জ উপজেলা পরিষদ এ রেলপথ নেই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS